images

শিক্ষা

জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস পেয়েছি: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের আগেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) সম্মত বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয় দুটির ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংস্থাটির অবস্থানের পরিবর্তনের কথা জানান তিনি। এর আগে সংস্থাটি দেশের সকল সংগঠনের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। 

সাদিক কায়েম বলেন, নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন এবং যথাযথ ব্যবস্থা নেবে। ভিসি ও প্রার্থীদের বলা হয়েছে, তারা আবেদন করলে নিরাপত্তা নিশ্চিত করে সময়মতো নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি মনোনীত হবে।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। গতকাল সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় ও সরকারের সঙ্গে কথা বলেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ২০ জানুয়ারি, সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি হবে। নিরাপত্তার অজুহাতে নির্বাচনের বিলম্ব অগণতান্ত্রিক, এবং ছাত্র সমাজ তা মেনে নেবে না। প্রায় চার কোটি তরুণ অংশগ্রহণ করবে, তাই এমন কোনো কাজ করা উচিত নয় যা নির্বাচনে তরুণদের আস্থা হ্রাস করবে।

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ১২ জানুয়ারি সকল ধরণের সংগঠনের নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন পিছিয়ে দেয় বিশ্ববিদ্যালয় দু’টির প্রশাসন। শাহাজালালের ভোট ২০ ও বেরোবির ভোট ২১ জানুয়ারি হওয়ার কথা ছিল।

এমএইচএইচ/এআর