images

শিক্ষা

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: শিক্ষকদের জন্য তথ্য প্রেরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ২০২৫ সালে প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন যোগদান করেছেন এবং কতজন এখনো এমপিওভুক্ত হননি সে সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বরাবর প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত ৭ জানুয়ারি মাউশির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিস্তারিত তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, এনটিআরসিএর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় মোট ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে কতজন শিক্ষক যোগদান করেছেন, কতজনের ক্ষেত্রে যোগদান-পরবর্তী পদায়ন সম্ভব হয়নি বা পদায়নে কোনো জটিলতা রয়েছে কি না, যোগদানকৃত শিক্ষকদের মধ্যে কতজন এমপিওভুক্ত হয়েছেন এবং যারা এখনো এমপিওভুক্ত হননি সে সংক্রান্ত বিস্তারিত তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানোর প্রয়োজন রয়েছে।

এ ছাড়া নির্দেশনায় সংযুক্ত নির্ধারিত ছক অনুযায়ী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে যারা এখনো এমপিওভুক্ত হননি, তাদের প্রয়োজনীয় তথ্য আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এম/এফএ