images

শিক্ষা

ঢাকা কলেজ দক্ষিণায়ন হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ঢাকা কলেজ দক্ষিণায়ন হলে প্রভোস্টের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১১ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।

দর্শন বিভাগের প্রভাষক ও হল প্রভোস্ট নাজমুল হোসাইন নয়নের তত্ত্বাবধানে বিএনসিসি, রোভার স্কাউটসের সদস্যদের পাশাপাশি হলের সাধারণ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযানের আওতায় হলের অভ্যন্তর ও বহিরাঙ্গনের বিভিন্ন অংশ পরিষ্কার করা হয়। ছাদ থেকে শুরু করে সিঁড়ি, বারান্দা, করিডোর এবং হলের বাইরের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। প্রতিটি ফ্লোরের বারান্দা পানি দিয়ে ধুয়ে-মুছে ফেলা হয়। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কাজ করে স্বল্প সময়ে পুরো হলকে পরিচ্ছন্ন করে তোলে।

অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরাও জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু আবাসনের মান বাড়ায় না, বরং স্বাস্থ্যঝুঁকি কমাতেও সহায়তা করে।

হল প্রভোস্ট নাজমুল হোসাইন নয়ন বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি পরিচ্ছন্ন হল গড়ে তুলতে প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। হলকে সবসময় পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাই মিলে সচেতনভাবে কাজ করলে একটি সুন্দর ও বাসযোগ্য হল গড়ে তোলা সম্ভব।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ বলেন, শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে পরিচালিত এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম একটি সুন্দর ও স্বাস্থ্যকর হল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম/এএস