images

শিক্ষা

ঢাকার ৪ কলেজের দুই হাজার শিক্ষার্থীকে চাকরি দেবে নেক্সটজেন ওয়ার্কফোর্স

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

ঢাকা কলেজসহ চার কলেজে অধ্যয়নরত দুই হাজার শিক্ষার্থীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে টিকেটিং কাউন্টার প্রতিষ্ঠান নেক্সটজেন ওয়ার্কফোর্স লিমিটেড। বাকি তিন কলেজ হলো– তিতুমীর কলেজ, বাংলা কলেজ ও তেজগাঁও কলেজ।

রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে ঢাকা কলেজে জনবল নিয়োগের জন্য ক্যাম্পেইনও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

নেক্সটজেন ওয়ার্কফোর্সের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানিয়েছেন, সম্মানজনক বেতনে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা পার্টটাইম হিসেবে বিকেলে কাজ করবেন। অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে। শিক্ষার্থীদের ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আশা করছি, শিগগিরই নিয়োগের কাজ সম্পন্ন হবে।

প্রতিষ্ঠানটি জানায়, চার কলেজের প্রত্যেক কলেজ থেকে ৫০০ জন করে শিক্ষার্থীরা নিয়োগ দেওয়া হবে। ঢাকার বিভিন্ন বাস স্টপেজে টিকিট কাউন্টারসমূহে কাজ করবেন তারা এবং শিক্ষার্থীদের পদের নাম হবে টিকিটিং কাউন্টার এক্সিকিউটিভ।

আগ্রহীদের এই ঠিকানায় যোগাযোগ করতে হবে- ২৭নং হাউজ, রোড ৪, জে ব্লক, মেরাদিয়া বাজার, বনশ্রী, রামপুরা, ঢাকা (01805962223, 01886180470 হোয়াটসঅ্যাপ)।

এসএইচ/এএস