১০ জানুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম
স্কাউট আন্দোলনে অবদানের জন্য ‘নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন জবির সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্ননিবেদনের করার সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।
‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রাপ্তির পর অনুরূপ অতিরিক্ত জনকল্যাণকর কার্যাবলী সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য ‘নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
মোস্তাফিজ বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।
মোস্তাফিজুর রহমান এর আগেও ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ ও বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পুরস্কার ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
মোস্তাফিজ বলেন, ‘এই অর্জন এককভাবে আমার নয়, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্মিলিত সাফল্য। এই সম্মাননা ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে আমাকে অনুপ্রেরণা জোগাবে। সেবার মহান ব্রতকে ধারণ করে সামনের দিনে আরো কাজ করে যেতে চাই। সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে আগের মতোই দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।‘
জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মিন্টু আলী বিশ্বাস বলেন, ‘মোস্তাফিজ এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরো দুটি অ্যাওয়ার্ড এনে দিয়েছে। সে জাতীয় পর্যায়ে বহু পুরস্কার পেয়ে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে সম্মান বয়ে এনেছে, যা আমাদের জন্য সুখকর। আমি তার সাফল্য কামনা করি।‘
ক.ম/