বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৪৩৩ ভোট পেয়েও সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়নি শিবির-সমর্থিত প্যানেলের সদস্য প্রার্থী মেহেদী হাসানকে।
অথচ তার চেয়ে প্রায় এক হাজার কম ভোট পাওয়া ছাত্রদল-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’-এর সদস্য প্রার্থী ইমরান হাসান ইমনকে (২৬৩৬) সপ্তম সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
তবে নির্বাচন কমিশনের দাবি, এটি তাদের অনিচ্ছাকৃত ভুল। তাড়াহুড়োর কারণে এমন ভুল হয়েছে বলে স্বীকার করে ক্ষমা চেয়েছে কমিশন।
বুধবার (৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আমরা হাতে লেখা একটি কাগজ দেখে জকসুর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করছিলাম। রাত গভীর হয়ে যাওয়া এবং সাংবাদিক সম্মেলনের প্রস্তুতির তাড়াহুড়োর কারণে এ ভুলটি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিক সম্মেলনে চার নম্বর বাদ দিয়েই আট নম্বর পর্যন্ত পর্যায়ক্রমে পড়ে ফেলি। মাঝখানে ভোটের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা মেহেদী হাসানের নাম অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে যায়। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য কমিশনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।’
কমিশনের সংশোধিত জকসুর সদস্যরা হলেন- ফাতেমা আক্তার (অরিন) ৩৮৫১ (শিবির), মোহাম্মদ আকিব হাসান ৩৫৮৮ (শিবির), শান্তা আক্তার ৩৫৫৪ (শিবির), মো. মেহেদী হাসান ৩৪৩৩ (শিবির), মোহাম্মদ সাদমান আমিন ৩৩০৭ (ছাত্রদল), মোহাম্মদ জাহিদ হাসান ৩১২৪ (স্বতন্ত্র), আবদুল্লাহ আল ফারুক -২৯১৭ (শিবির)।
এএইচ