images

শিক্ষা / সারাদেশ

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত অধ্যাপক সাগর রাবি থেকে বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সিন্ডিকেটের ৫৪৫ নং সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

thumbnail_1000163486

এর আগে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদা আঞ্জুকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক শাহীন জোহরা, অধ্যাপক সালমা আক্তার, অধ্যাপক পিটার। এছাড়াও কমিটিতে ৬টি ব্যাচ থেকে ১ জন করে ছেলে ও মেয়েসহ মোট ১২ জন শিক্ষার্থী যুক্ত ছিলেন।

আরও পড়ুন

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা প্রফেসর সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী সে পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।

প্রতিনিধি/এসএস