images

শিক্ষা

জকসু নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল?

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ভোট হয়।

জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, এবারের নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রাথমিক হিসাবে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদগুলোতে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

সকাল থেকেই পুরো ক্যাম্পাসে ভোটারদের ভিড় দেখা যায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। প্রশাসনের ভাষায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। 

ভোট শেষে অনেক শিক্ষার্থী জানান, জীবনের প্রথম জকসু নির্বাচনে অংশ নিতে পেরে তাঁরা আনন্দিত। শুরুতে কিছুটা সংশয় থাকলেও শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল বলে মত দেন তাঁরা।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, ভোট দিতে এসে অন্য রকম এক উৎসবের অনুভূতি হয়েছে। চারপাশে এত মানুষের অংশগ্রহণ সত্যিই আনন্দদায়ক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, নির্বিঘ্নে ভোট দিতে পেরে ভালো লেগেছে। জীবনের প্রথম ভোট হিসেবে এটি বিশেষ অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন।

এআর