নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডিআইইউমুনা)-এর উদ্যোগে ‘ড্যাফোডিল আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় গত ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই আবাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আহ্বায়ক ছিলেন ড. ইন্দ্রজিৎ মল্লিক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন খান প্রমাহাদ আরি।
তিন দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলন বাস্তবায়নে ১১২ সদস্যের একটি বৃহৎ আহ্বায়ক কমিটি কাজ করে। এতে দেশের সরকারি ও বেসরকারি প্রায় পঞ্চাশটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, লিডিং বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মাইলস্টোন কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সরকারি তিতুমীর কলেজসহ আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
বাংলাদেশের পাশাপাশি নাইজেরিয়া, মিশর, মালয়েশিয়া, সোমালিয়া ও তুরস্কের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে মোট বারোটি কমিটি গঠন করা হয়, যেখানে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের অনুশীলন করা হয়।
সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে বৈশ্বিক সমস্যা নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করা এবং প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করা যে তরুণরা এসব বিষয়ে উদাসীন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতাসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পায়।
সম্মেলন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের কাঠামোর আদলে কূটনীতি ও বৈশ্বিক নীতিনির্ধারণ প্রক্রিয়ার বাস্তব অনুশীলন করেন। আলোচনার মাধ্যমে গৃহীত প্রস্তাবনা ও সমাধানগুলো ভবিষ্যতে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের জন্য একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করবে।
এ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা, যোগাযোগ দক্ষতা এবং বহুপাক্ষিক কূটনীতির জ্ঞান বৃদ্ধি পায়। অংশগ্রহণকারীরা নির্দিষ্ট দেশ নিয়ে গবেষণা করে সেই দেশের কূটনৈতিক অবস্থান উপস্থাপন করেন এবং আন্তর্জাতিক সমস্যাগুলো নিয়ে বিতর্ক ও যৌথ সমাধান খোঁজার অনুশীলন করেন।
বাংলাদেশে এ বছর অনুষ্ঠিত বৃহত্তম আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনগুলোর একটি হিসেবে এই আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এনে দিয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী ও প্রতিনিধিদের জন্য পুরো সময়জুড়ে আবাসনের বিশেষ ব্যবস্থা রাখা হয়। বাংলাদেশে একমাত্র আবাসিক সুবিধাসহ ছায়া জাতিসংঘ সম্মেলন নিয়মিত আয়োজন করে ডিআইইউমুনা।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল— যুদ্ধ, জোরপূর্বক অভিবাসন, যুদ্ধে উদীয়মান প্রযুক্তির অপব্যবহার এবং বৈশ্বিক সংকটের বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা অগ্রসর করা।
উল্লেখ্য, ছায়া জাতিসংঘ সম্মেলন বা মডেল ইউনাইটেড নেশনস একটি শিক্ষামূলক অনুকরণমূলক কার্যক্রম, যেখানে জাতিসংঘের কার্যপ্রণালির আদলে আলোচনা ও বিতর্ক পরিচালিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন একটি ছাত্রভিত্তিক সংগঠন, যার যাত্রা শুরু হয় ২০১২ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সবুর খানের নেতৃত্বে। শিক্ষার্থীদের মেধা ও ব্যক্তিত্ব বিকাশে সংগঠনটি নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে।
এএইচ/এএস