images

শিক্ষা

খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ পরিবার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় শিক্ষাবোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এই শোক জানান।

শোকবার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাননীয় চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অদ্য ৩০/১২/২০২৫ খ্রি. ভোর ৬.০০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের গণতন্ত্র ও গণমানুষের এই মহীয়সী নেত্রীর ইন্তেকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ, এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

শোকবার্তায় মহীয়সী এই নেত্রীকে জান্নাতের সুউচ্চ মাকামের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

জেবি