নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) টানা তিন দিন সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসেস জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে সংহতি প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
আরও পড়ুন: জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হবে।
এমআই