বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। এসময় প্রশাসনকে ‘ভুয়া ভুয়া’ ধ্বনিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।
এসময় শিক্ষার্থীরা ‘অবৈধ সিদ্ধান্ত মানি না মানবো না’, ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘সিন্ডিকেটের দালালেরা, গুড়িয়ে দাও’, ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন: জকসু নির্বাচন আজ, ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা
এর আগে, এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ করার কথা থাকলে তা হয়নি।
প্রতিনিধি/এমআই