নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
বিশিষ্ট শিক্ষাবিদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা পল্লবী জামে মসজিদে সর্বশেষ জানাজা শেষে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
বুধবার মিরপুরের বাসা থেকে কৃষিবিদ গ্রুপের অফিসে যাওয়ার পথে আকস্মিক অসুস্থতাবোধ করলে রফিকুল ইসলামকে স্থানীয় আল হেলাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক রফিকুল ইসলাম ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনি এ প্রতিষ্ঠানের প্রথম প্রকল্প পরিচালক ও উপাচার্য নিযুক্ত হন। চাঁদপুরের মতলবে জন্ম নেওয়া রফিকুল ইসলাম লেখাপড়া করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন লন্ডন ও অস্ট্রেলিয়ায়।
যবিপ্রবিতে দোয়া
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে শুক্রবার বাদ জুমা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন যবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইসমাইল হোসেন, কর্নেল মেহের মহব্বত হোসেন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, অধ্যাপক ড. ফয়জুল হক প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
ক.ম/