images

শিক্ষা

ইকরা হবিগঞ্জের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

জেলা প্রতিনিধি

২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পিএম

ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ এর তৃতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ইকরা হবিগঞ্জ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পাঠোন্নতিপত্র তুলে দেওয়া হয়। 

ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রেস রিপোর্ট তুলে দিয়ে বলেন, যে শিক্ষার্থী সময়কে ধারণ করবে, মূল্য দেবে সে-ই  জীবনে সফল হবে। যারা সময়মতো পড়াশোনা করেছে তাদের ফল আজ ভালো। কোনো বিষয়ে কম নম্বর পেলে পরের বছর সে বিষয়ে আমরা গুরুত্ব দেবো। 

হাফিজ মাওলানা মাসউদুল কাদির সম্মানিত অভিভাবকদের পরামর্শ আমলে নিয়ে বলেন, আমরা জেনারেল ও ইসলাম শিক্ষার পরিকল্পিত পাঠদানের বিপ্লব সৃষ্টির প্রত্যাশা রাখি। সুহৃদ  অভিভাবক-অভিভাবিকাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে আগামী দিনগুলো চলতে চাই। আমরা প্রতিযোগিতামূলক পাঠদানে বিশ্বাসী। শিক্ষার্থীদের হৃদয়ে নবীপ্রেমের আলো জ্বেলে শ্রেষ্ঠ মানুষ তৈরির চেষ্টা অব্যাহত রাখতে চাই। 

iqra_result_2

বিশেষ অতিথির আলোচনায় অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা মিয়া বলেন, মানের দিক থেকে ইকরা প্রত্যাশা পূরণে চেষ্টা করছে। ইকরার গুরুজনদের আন্তরিক চেষ্টা আমাকে মুগ্ধ করে। ইকরা সিলেবাস বিশ্বমানের মানুষ তৈরি করতে সক্ষম। 

সাবেক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুর রহমান বলেন, কবির কবিতার মতো বলবো, পারিব না একথাটি বলিও না আর। আমাকে পারতে হবে। বার বার চেষ্টা করলে অবশ্যই আমরা পারবো।

শাহাব উদ্দিন বলেন, ইকরা স্কুল তারবিয়া, আদব আখলাকের প্রতি গুরুত্ব দেবে- আশা করি। অভিভাবক মোহাম্মদ জুয়েল বলেন, শিক্ষকদের ধরে রাখতে হবে।

এ ছাড়াও বক্তব্য দেন, মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, সাইফুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান প্রমুখ।