images

শিক্ষা

জকসু নির্বাচনে ভোটগ্রহণ হবে ৩৯ কেন্দ্রে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য জানান। 

নির্বাচন কমিশনার বলেন, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোট গণনা করা হবে মেশিনের মাধ্যমে।

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। স্থানীয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গেও আলোচনা করা হয়েছে। আমরা আশাবাদী, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দিন কারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন সে বিষয়ে মোস্তফা হাসান বলেন, অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচনের কাজে বিশেষভাবে অনুমোদিতরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এ জন্য নির্ধারিত কার্ড বহন করতে হবে। কার্ড সংগ্রহ সংক্রান্ত বিস্তারিত তথ্য  ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে শিগগিরই জানানো হবে।

গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর জকসুর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভূমিকম্প আতঙ্কে ছুটি ও অনলাইন ক্লাসের সিদ্ধান্তের পর ৪ ডিসেম্বর নতুন তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চলবে। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর। ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৫ অন্যদিকে কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে চারটি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রার্থী ৩৩ জন। কেন্দ্রীয় সংসদে বামপন্থী ছাত্রসংগঠন সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’, ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল অংশ নিচ্ছে। হল সংসদে ‘রোকেয়া পরিষদ’সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।
 
প্রতিনিধি/ক.ম/