নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বরের বাসা থেকে কাজীপাড়া কৃষিবিদ গ্রুপের অফিসে যাবার পথে গাড়িতেই তিনি অসুস্থবোধ করেন। পরে তাকে মিরপুর আল হেলাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ড. আর আই সরকার দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করার পর লন্ডনে উচ্চতর শিক্ষালাভ করেন। কিছুকাল পৃথিবীখ্যাত বেডফোর্ড কোম্পানিতেও চাকরি করেন।
আরও পড়ুন
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
বিশ্বখ্যাত কোরআন গবেষক ড. জাগলুল নাজ্জার ইন্তেকাল
২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমে প্রকল্প পরিচালক এবং পরে উপাচার্য হিসাবে নিয়োগ দেয়। যবিপ্রবি প্রতিষ্ঠায় তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেন এবং প্রতিষ্ঠানের ভিত্তি দাঁড় করান। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে নিয়ে যান।
ড. সরকার চাঁদপুরের মতলব উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও তিন ছেলে-মেয়ে রেখে গেছেন।
জেবি