images

শিক্ষা

জকসুতে ‘মওলানা ভাসানী ব্রিগেড’-এর ১০ দফা ইশতেহার 

২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক সংস্কার, ক্যাম্পাস ও আবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে নয়টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের জোট ‘মওলানা ভাসানী ব্রিগেড’।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী ইভান তাহসীব ইশতেহার পাঠ করেন। পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে ইশতেহারের বিভিন্ন দফা উপস্থাপন করেন।

তাদের ইশতেহারের মধ্যে রয়েছে- গণতান্ত্রিক সংস্কার; ক্যাম্পাস ও আবাসন; পরিবহন; শিক্ষা ও গবেষণা; নারীবান্ধব ক্যাম্পাস;  স্বাস্থ্য সুরক্ষা; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম; সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া; পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা।

মওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীভ বলেন, আমরা নির্বাচিত হলে প্রথমত জকসুর জন্য ফান্ড গঠন করব এবং তা দিয়ে আমাদের জকসুর পরবর্তী কাজগুলো বাস্তবায়ন করব। কিছু বিষয় আছে পলিসি মেকিং এবং কিছু বিষয় প্রশাসনকে চাপ প্রয়োগ করে করতে হয়, তা আমরা করব।

প্রতিনিধি/ক.ম