images

শিক্ষা

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের প্রজ্ঞাপন জারি 

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরির মান দশম গ্রেডে (গেজেটেড কর্মকর্তা) উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর ফলে তারা এখন থেকে বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান ১১তম গ্রেড থেকে উন্নীত হয়ে দশম গ্রেডে বেতন ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন বেতন সুবিধা গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। শিক্ষকরা ডিসেম্বর মাসের মূল বেতন আগের নিয়মে পেলেও, ১৫ তারিখ পরবর্তী বর্ধিত বেতন এবং বকেয়া সুবিধা আগামী জানুয়ারি মাসের বেতনের সঙ্গে যুক্ত হয়ে ব্যাংক হিসাবে জমা হবে। 

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর প্রধান শিক্ষকদের এই অর্জন প্রাথমিক শিক্ষা অঙ্গনে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। তবে প্রধান শিক্ষকদের দাবি পূরণ হলেও সহকারী শিক্ষকরা এখনো তাদের গ্রেড পরিবর্তনের দাবিতে অনড় রয়েছেন। সহকারী শিক্ষকরা ১১তম বা ১২তম গ্রেডের দাবি জানিয়ে এলেও বর্তমানে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন ও শিক্ষা কার্যক্রমের কথা বিবেচনা করে তাদের আন্দোলনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখেছেন।

ক.ম/