images

শিক্ষা

জাবির ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

‘সি’ ইউনিটে রয়েছে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। ‘বি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ অন্তর্ভুক্ত।

ভর্তি প্রক্রিয়া ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জাবির ভর্তি ওয়েবসাইট ju-admission.org-তে পাওয়া যাবে।

দুই দিনে মোট ১১টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ‘সি’ ইউনিটের পরীক্ষা ছয়টি শিফটে এবং দ্বিতীয় দিনে ‘বি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষা পাঁচটি শিফটে অনুষ্ঠিত হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটে ৩২৬ আসনের বিপরীতে মোট ২০ হাজার ৫৮৩ জন প্রার্থী আবেদন করেন। ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৬৬ আসনের বিপরীতে ৪৭ হাজার ৪৯৭ জন আবেদন করেন।

এছাড়া, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেন ১১ হাজার ৬১২ জন শিক্ষার্থী।

এএইচ