নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ‘এনডিএসইউ অয়েলসিড ব্রিডিং: হারনেসিং ইনোভেশন অ্যান্ড কোলাবোরেটিভ স্ট্র্যাটেজিস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের ও আন্তর্জাতিক গবেষকদের অংশগ্রহণে সেমিনারটি আয়োজন করা হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ক্যানোলা প্রজননবিদ এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির প্ল্যান্ট সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুখলেসুর রহমান।
সেমিনারটির আয়োজন করেন আইবিজিই-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম। এতে সভাপতিত্ব করেন আইবিজিই-এর পরিচালক অধ্যাপক শাহ মোহাম্মদ নাঈমুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপনায় অধ্যাপক ড. মুখলেসুর রহমান তৈলবীজ প্রজননের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ক্যানোলা চাষে উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত জাত উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন তিনি। নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে পরিচালিত চলমান গবেষণা ও বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চফলনশীল তৈলবীজের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

সেমিনার শেষে শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে তৈলবীজ গবেষণা, জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতবিনিময় হয়।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুখলেসুর রহমান এর আগেও ২০১৫ সালের এপ্রিলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার প্রদান করেছিলেন। এ ছাড়া ২০১৮ সালে আইবিজিই-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে একটি ফিরতি সফর করেন। এসব উদ্যোগ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈজ্ঞানিক বিনিময়কে আরও জোরদার করেছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বিজ্ঞানীর পাঁচ হাজার পাঁচশোর বেশি গবেষণা উদ্ধৃতি রয়েছে এবং তিনি অসংখ্য উচ্চমানের গবেষণাপত্রের লেখক। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএইচ/এফএ