নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পিএম
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এর ফল প্রকাশের তিন মাস পার হলেও গেজেট না হওয়ায় উদ্বেগ জানিয়ে দ্রুত প্রকাশের দাবি তুলেছেন সুপারিশপ্রাপ্ত চিকিৎসকরা।
এ দাবিতে সুপারিশপ্রাপ্ত চিকিৎসক ফোরামের উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। আয়োজকদের ভাষ্য, ফলাফল প্রকাশের দীর্ঘ সময় পার হলেও গেজেট না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে আছে, যা স্বাস্থ্যসেবায় জনবল সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগের জন্য মোট ৩ হাজার ১২০ জনকে সাময়িকভাবে মনোনীত করে সরকারি কর্ম কমিশন। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন রয়েছেন।
গত ১৮ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেন।
উল্লেখ্য, গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য)-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগের কথা উল্লেখ করা হয়, যার মধ্যে সহকারী সার্জনের শূন্যপদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্যপদ ৩০০টি।
এম/এফএ