বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. লাইচ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—
সহসভাপতি: টি এম নেমানী, নিশাত ইসলাম, মেহেদী হাসান, আখিরুজ্জামান, মামুন মিয়া, রাফিউল ইসলাম, ইতি আক্তার ও মিল্লাত মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক: জামিল হোসেন সালমান, সাদমান সাকিব ও জিকরুল আজম।
সাংগঠনিক সম্পাদক: এস এম হিমেল ও রওনক জাহান সরকার।
অর্থবিষয়ক সম্পাদক: মিনহাজুল ইসলাম শোভন।
দপ্তর সম্পাদক: রিয়াদ হাসান।
প্রচার সম্পাদক: আল-আমিন।
পরিকল্পনা বিষয়ক সম্পাদক: মো. আহাদুল ইসলাম নিশাদ।
পরিবেশ বিষয়ক সম্পাদক: শাহিন মিয়া।
সমাজসেবা বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান মুরাদ।
ক্রীড়া সম্পাদক: শাহারুল ইসলাম।
ধর্ম বিষয়ক সম্পাদক: কাওসার মিয়া।
ছাত্র বিষয়ক সম্পাদক: জামিল হোসেন।
সাংস্কৃতিক সম্পাদক: মোছা. কারুন্নাহার।
ছাত্রী বিষয়ক সম্পাদক: রাজিয়া সুলতানা আন্নি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ হাসান জয় বলেন, রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে তিনি কাজ করবেন। ছাত্রকল্যাণকে শুধু নবীনবরণ বা বারবিকিউ পার্টির মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বুদ্ধিবৃত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করে তোলার কথা উল্লেখ করেন। তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং কমিটিতে স্থান পাওয়া সবাইকে অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি মো. লাইচ মিয়া বলেন, ৫ আগস্টের আগে জেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলো দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছিল, যার ফলে জেলার শিক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তিনি দলীয় রাজনীতির বাইরে থেকে প্রকৃত অর্থে জেলার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম চালুর কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, রংপুর জেলার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আবাসন ও টিউশনসংক্রান্ত নানা সমস্যায় পড়েন। এসব সমস্যার সমাধানে জেলার শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
এআর