বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
গত বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে ১৫ ডিসেম্বর। প্রচারণার ৬ষ্ঠ দিনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে গিয়ে আবাসন সংকট নিরসন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৫ অন্যদিকে কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে চারটি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রার্থী ৩৩ জন। কেন্দ্রীয় সংসদে বামপন্থী ছাত্রসংগঠন সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’, ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল অংশ নিচ্ছে। হল সংসদে ‘রোকেয়া পরিষদ’সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।
প্রচার-প্রচারণায় অংশ নেওয়া প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা, আবাসন সমস্যা সমাধান, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজকে অগ্রাধিকার, আন্তর্জাতিক মানের সিলেবাস প্রণয়ন এবং জকসুকে একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন।
‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, প্রথম দিনের প্রচারণায় ব্যাপক সাড়া পেয়েছেন তারা। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। তিনি বলেন, ইশতেহারে জকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা, ক্যান্টিনে খাবারের মান উন্নত করে তিন বেলা মিল চালু, প্রতিটি বিভাগের সেমিনারে প্রয়োজনীয় বই নিশ্চিত করা এবং বিভাগভিত্তিক বাজেট বৈষম্য দূর করার অঙ্গীকার রয়েছে।
‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এজিএস পদপ্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, শিক্ষার্থীরা তাদের সাদরে গ্রহণ করছেন। আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস গড়াই তাদের মূল লক্ষ্য।
‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য বলেন, তারা প্রতিশ্রুতির পাশাপাশি সুস্পষ্ট কর্মপরিকল্পনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি ও একাডেমিক সহযোগিতা, আন্তর্জাতিক মানের সিলেবাস, শিক্ষার্থীদের জন্য ইনসুরেন্স ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সমন্বিত অ্যাপ তৈরি।
অন্যদিকে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে তারা ভালো সাড়া পাচ্ছেন। শিক্ষার্থীদের কল্যাণে ও সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তাদের প্যানেল কাজ করবে।
স্বতন্ত্র ভিপি প্রার্থী মো. রাকিব হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রচারণায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ব্যালট না পাওয়া এবং কোনো প্যানেলের সঙ্গে না থাকায় প্রচারণা কঠিন হয়ে উঠেছে। তবু সীমাবদ্ধতার মধ্যেই তিনি শিক্ষার্থীদের কাছে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর জকসুর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভূমিকম্প আতঙ্কে ছুটি ও অনলাইন ক্লাসের সিদ্ধান্তের পর ৪ ডিসেম্বর নতুন তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চলবে। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর। ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর।
/এএস