images

শিক্ষা

ফিনল্যান্ডে বাংলাদেশি ডক্টরেট প্ল্যাটফর্মের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি ডক্টরেট ডিগ্রিধারী ও গবেষকদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ ডক্টরেটস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড (BDPF)’ আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যমের সামনে আত্মপ্রকাশ করেছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত পরিচিতি সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, BDPF একটি অরাজনৈতিক, অলাভজনক ও জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম। যার মূল লক্ষ্য হলো প্রবাসে অবস্থানরত বাংলাদেশি গবেষক ও উচ্চশিক্ষিতদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগানো। ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি পিএইচডি গবেষক ও বিশেষজ্ঞদের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।

সংগঠনের নেতারা বলেন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নীতিনির্ধারণে প্রবাসী গবেষকদের অবদান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে BDPF জ্ঞানভিত্তিক সহযোগিতা জোরদার করতে চায়। প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, নীতিপত্র প্রণয়ন এবং পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার পরিকল্পনার কথাও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, BDPF কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থে কাজ করবে না। বরং শিক্ষা ও গবেষণাকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনায় বিশ্বাসী থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই সংগঠনের মূল অঙ্গীকার।

অনুষ্ঠানে ফিনল্যান্ডে কর্মরত বিভিন্ন খাতের বাংলাদেশি গবেষক ও অধ্যাপকরা বক্তব্য দেন এবং গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন।

এম/এফএ