images

শিক্ষা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ  রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল (শনিবার) ঢাবি’তেও শোক দিবস পালন করা হবে।

সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদি এবং ২৪-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে শনিবার অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

এফএ