images

শিক্ষা

ঢাবির মুজিব হলের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানিয়েছেন হলটির ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত তিনটা ৫৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র-জনতার প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তিনি।

আহমেদ আল সাবাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের নামে কোনো হল থাকবে না, এই হলের নাম হবে ওসমান হাদি হল। খুনি শেখ মুজিবের নামে হল রাখা যাবে না। মুজিবের নামে কোনো হল আমাদের আর চাই না। এবার যদি হলের নাম পরিবর্তন করা না রাখা হয়, সবকিছু উলটপালট করে দেওয়া হবে।

তিনি বলেন, শেখ মুজিব হলেন ফ্যাসিবাদের জনক। তার কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল এবং তার হাত ধরে দেশে গুপ্ত হত্যা এবং গুম-খুন শুরু হয়েছিল। ফ্যাসিবাদের এই জনকের নাম নিশানা বাংলার মাটি থেকে মুছে দিতে হবে।

H

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগে চারিদিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শুরু করেন তারা। 

এর আগে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ। 

তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ সময় সাড়ে ৯টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিসারত অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মারা যান এই জুলাই যোদ্ধা।

এসএইচ/এএইচ