ঢাকা মেইল ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
বিজয় দিবস উপলক্ষে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের উদ্যোগে পতাকা উৎসব উদযাপিত হয়েছে। এ সময় শিশুদের হাতে পতাকা তুলে দিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন নিজের দেশকে কখনো ভুলতে পারবো না। দেশের সঙ্গে মা ও মাটির সম্পর্ক। আমরা সবসময় দেশকে ভালোবাসবো। দেশ ও দেশের মানুষের কল্যাণ চিন্তা করবো।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।
হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, নিজের দেশের প্রিয় পতাকা চেনাতেই আমরা পতাকা উৎসবের আয়োজন করেছি। পতাকা হাতে বাচ্চাদের আনন্দ আমাদের পুলকিত করেছে। আলেমদেরকেও নিজের দেশকে নিয়ে কাজ করতে হবে।

ইকরার অভিভাবক ও অভিভাবিকাদের উদ্দেশে হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, জেনারেল ও ইসলাম শিক্ষার পরিকল্পিত মিশন পরিচালনা করছে ইকরা। জাগতিক জ্ঞানের পাশাপাশি আখেরাতের বিদ্যা অর্জনে ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি। প্রত্যেক গার্ডিয়ানই এ পুণ্যময় শিক্ষা আন্দোলনের সহযোগী।
জেবি