images

শিক্ষা

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীরা প্রতিবাদী নানা স্লোগান দিচ্ছেন। মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন ডাকসু নেতারা। 

বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, টিএসসি, দোয়েল চত্বর ঘুরে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছে। মিছিলে ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, খুনী লীগের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, ডাকসু এজিএস মহিউদ্দিন খান ও ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ অনেকে।

S_20251215_124614865
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনে ডাকসুর সামনে জড়ো হন শিক্ষার্থীরা। ছবি- ঢাকা মেইল

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন ডাকসুর ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বর থেকে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

সাদিক কায়েম বলেন, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। একই সঙ্গে দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিও তোলেন তিনি।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। 

এই ঘটনায় মোটরসাইকেলের মালিকসহ তিনজনকে প্রথমে আটক করা হয়। পরে আটক করা হয় শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে। তবে মূল অভিযুক্ত ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক এখনো অধরা।

এদিকে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে। এরইমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে। দুই সদস্যের মেডিকেল টিম গেছেন এভারকেয়ার হাসপাতালে। দুপুর ১টা ৩০ মিনিটে হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটির সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এসএইচ/এএইচ