নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ। একই সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৪ ডিসেম্বর) শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক প্রফেসর এম নিয়াজ আসাদুল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নাগরিক অধিকার ও তরুণ সমাজের কণ্ঠস্বর হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। এই নৃশংস ঘটনায় তারা শোকাহত ও ক্ষুব্ধ।
বিবৃতিতে বলা হয়, শিক্ষা অধিকার সংসদের একজন সক্রিয় সদস্য হিসেবে শরীফ ওসমান হাদি নাগরিক অধিকার ও শিক্ষা বিষয়ে সোচ্চার ছিলেন। তিনি শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিরাপদ, সহিংসতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাপরিবেশ নিশ্চিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য।
সংগঠনটি আরও জানায়, এমন একটি সময় এই হত্যাকাণ্ড ঘটেছে, যখন সারাদেশে নির্বাচন নিয়ে উদ্বেগ বিরাজ করছে এবং শরীফ ওসমান হাদি নিজেও একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। এ ঘটনায় তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের সহিংসতা কেবল একজন শিক্ষানুরাগী ও নাগরিক অধিকারকর্মীর জীবন কেড়ে নেয়নি, বরং সমাজে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এতে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে।
শিক্ষা অধিকার সংসদ সংশ্লিষ্ট সব অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ নিয়ে হলেও তার সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।
সবশেষে সংগঠনটি জানায়, নিরাপদ নাগরিক পরিবেশ ছাড়া শিক্ষা, মুক্ত চিন্তা ও সামাজিক অগ্রগতি সম্ভব নয়। তাই সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে।
এমআর/এএস