নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে টানা ১৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামী ১৪ ডিসেম্বর (রোববার) থেকে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত কলেজের সকল একাডেমিক ক্লাস বন্ধ থাকবে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানীয় বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত সময়ের মধ্যে কলেজের নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম পূর্বনির্ধারিত নিয়মে চলমান থাকবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘১৪ ডিসেম্বর (রোববার) শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচিতে শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের উপস্থিত থাকা বাধ্যতামূলক।’
ছুটি পেয়ে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তামিম বলেন, ‘টানা ১৮ দিনের ছুটি আমাদের জন্য স্বস্তির খবর। নিয়মিত ক্লাস, পরীক্ষা ও বিভিন্ন একাডেমিক চাপের মধ্যে দীর্ঘ সময় ধরে মানসিক ক্লান্তি কাজ করে। এই অবকাশে আমরা পরিবারকে সময় দিতে পারব, নিজের শারীরিক ও মানসিক যত্ন নিতে পারব। পাশাপাশি যাদের সামনে পরীক্ষা রয়েছে তারা নিরিবিলি পরিবেশে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।’
দর্শন বিভাগের শিক্ষার্থী ইউসুফ মিয়া বলেন, ‘অনেক শিক্ষার্থী হল বা মেসে থাকে, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে হয়। এই ছুটিতে আমরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব, আত্মীয়স্বজনের খোঁজ নিতে পারব। সার্বিকভাবে এই ছুটি আমাদের মানসিক পুনরুজ্জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। বহুদিন পর আমরা গ্রামের বাড়িতে গিয়ে আনন্দ করব।’
এম/জেবি