images

শিক্ষা

ওসমান হাদির কথা বলতেই কান্নায় ভেঙে পড়লেন জকসু প্রার্থী শান্তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রার্থী শান্তা আক্তার।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় শাহবাগ জুলাই মিনারে ইনকিলাব মঞ্চ কর্তৃক এই সমাবেশের আয়োজন করা হয়।

শান্তা আক্তার ইনকিলাব মঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এবং আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। তিনি নিয়মিত ইনকিলাব মঞ্চের কার্যক্রম এবং ওসমান হাদির নির্বাচনি প্রচারে অংশ নিতেন। 

বক্তব্যে শান্তা বলেন, ‘ওসমান ভাইয়ের জীবনের সংকট হতে পারে, তার ওপর হামলা হতে পারে, তাহলে ইন্টেরিম সরকার কেন আমার ভাইকে নিরাপত্তা দেয় নাই? আজকে ওসমান ভাইকে ছাড়া আমরা ইনকিলাব মঞ্চে। যারা জুলাইকে বিক্রির জন্য লেগে পড়েছে, যারা নিজের স্বার্থের জন্য দেশপ্রেমীদের বাঁচতে দিচ্ছে না, তারা সব জানোয়ারের বাচ্চা।’ 

শান্তা বলেন, ‘ওসমান ভাইয়ের শ্বাস কিন্তু বন্ধ হয় নাই, ওসমান ভাই কিন্তু মরে নাই, তরা কিন্তু মারার জন্যই চেষ্টা করেছিলি। মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। এখন পর্যন্ত ওসমান ভাই শ্বাস নিচ্ছেন। ওসমান ভাই ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন। বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাইবো আপনারা ওসমান ভাইয়ের জন্য দোয়া করবেন।’

গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিধি/ক.ম/