ঢাকা মেইল ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স ও কাঠামো: উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার হয়েছে। সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)’র উদ্যোগে শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান। বক্তব্যে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষকদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও গবেষণা কার্যক্রম নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নীতিগত ও কাঠামোগত কিছু সংস্কারও প্রয়োজন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন— স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, ডিপ্লোম্যাট ও এনজিও বিশেষজ্ঞ ড. নাসির উদ্দীন, লেখক ও চিন্তাবিদ এবং গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওমর ফারুক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ফজলুল হক, রাবিপ্রবি’র সিআইপিএ উপ-পরিচালক এস. এম. রেজাউর রহমান, সহকারী অধ্যাপক ও গবেষক মু. আবিদুর রহমান আবেদ, সিরিয়াল উদ্যোক্তা আবদুল্লাহ হাসান, নাজমুল ইসলাম হিমেল, চুয়েটের লাইব্রেরিয়ান এমরানুল হক, এটুআই কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক মাহবুব এ রহমান, ফাহিম আহমেদ মন্ডল, মো. ইউসুফ জামিল, রোটারিয়ান রাবেয়া আকতার, শিক্ষক মিনহাজ উদ্দিন, আরিফ হোসাইন এবং জাবের জুনায়েদ।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, আইনজীবী, লেখক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা ডেলিগেট হিসেবে সেমিনারে অংশ নেন।
অনুষ্ঠানের পার্টনার প্রতিষ্ঠান হিসেবে ছিল— ইপসা, ক্যাপস, মিডিয়ামিক্স, নোভেল্টি ইঞ্জিনিয়ারিং, ওয়াইপিএসডি, গ্লোবাল নলেজ ফাউন্ডেশন, সঞ্জীবন ও হেলপিং হ্যান্ডস।
/এএস