নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে দুই দিনব্যাপী আয়োজিত জাতীয় সাংস্কৃতিক উৎসব ‘Rajuk National Cultural Illumina-2025’ এর সমাপনী অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সফল সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ (এনডিসি, পিএসসি)।
দুই দিনব্যাপী এই জাতীয় সাংস্কৃতিক উৎসবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নাচ, গান, আবৃত্তি, নাটকসহ নানা শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে উৎসবমুখর।
শেষ দিনে প্রতিটি বিভাগের বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। এসময় আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
পরে, জমকালো সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।