বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
আসন্ন জকসু নির্বাচনে নির্বাচিত হতে পারলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এসি স্থাপনের ঘোষণা দিয়েছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান।
নির্বাচনি ইশতেহারে মসজিদে অগ্রাধিকারের ভিত্তিতে এসি স্থাপনের ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদে কোনো এসির ব্যবস্থা নেই। ঢাকাকেন্দ্রীক হওয়ার কারণে স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় গরম থাকে। গরমের সময় শিক্ষার্থীদের নামাজ পড়তে ও ইবাদত করতে কষ্ট হয়। আসন্ন জকসু নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে মসজিদে এসি স্থাপনের ব্যবস্থা করব।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের প্রায় ১৭ হাজার শিক্ষার্থী রয়েছে। অধিকাংশই মুসলিম। তারা সবাই এখানে নামাজ পড়তে আসে। এরকম একটি মসজিদে এসি না থাকায় সবার অনেক কষ্ট হয়ে যায়, যেটার ভুক্তভোগী আমরাই। তাই শিক্ষার্থীরা যদি আমাকে ম্যান্ডেট দেয়, তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে মসজিদে এসি স্থাপন করব।’
এএইচ