images

শিক্ষা

স্কুলিংয়ের বিপক্ষে আন্দোলনে নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়ার স্কুলিং মডেলের বিপক্ষে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা। ইতোমধ্যে বিক্ষোভ ও অবস্থান অংশগ্রহণ করার জন্য বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা চলে এসেছেন ঢাকা কলেজে। কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল শুরু হবে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল দশটায় ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। পরে সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

জানা গেছে, অবস্থান কর্মসূচি অংশগ্রহণ করার জন্য ঢাকা কলেজে আসার পথে রয়েছেন তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুলসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। সাতটি কলেজের ইন্টারমিডিয়েট, অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীরা একসঙ্গে স্কুলিং পদ্ধতির বিপক্ষে জানান দেবেন এবং সাতটি কলেজের স্বতন্ত্রতা রক্ষা করার জন্য জোরালো দাবি জানাবেন।

sat-college-dhakamailশিক্ষার্থীরা অভিযোগ, সাতটি কলেজের নিজস্ব ইতিহাস, পরিচিতি ও শিক্ষার পরিবেশ রয়েছে। দীর্ঘদিন ধরে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পাঠদানকারী এই প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত স্কুলিং কাঠামো যুক্ত হলে কলেজের স্বকীয়তা নষ্ট হবে। তাদের দাবি, শিক্ষার্থীদের মতামত না নিয়েই এমন প্রস্তাব দেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, নতুন কাঠামো চালু হলে কলেজের বিভিন্ন কার্যক্রমে চাপ বাড়বে। ল্যাবরেটরি, ক্লাসরুম ও অন্যান্য সুবিধা ব্যবহারে সমস্যা সৃষ্টি হবে। এতে উচ্চমাধ্যমিক শিক্ষার মান ক্ষুণ্ন হতে পারে। তাদের মতে, একটি সরকারি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজে স্কুলিং কাঠামো বসানো অযৌক্তিক।

শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে বাইরে থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, প্রস্তাবটি দ্রুত বাতিল না হলে তারা আরও বড় কর্মসূচি ঘোষণা করবে।

তারা বলেন, সরকার থেকে স্কুলিং মডেল দেওয়া হয়েছে, এটির সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত নয় এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও দেওয়া হয়নি। শিক্ষার্থীরা স্কুলিং মডেল চান না।

শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক কলেজে নানা ধরনের স্টক হোল্ডার থাকে, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। গুটিকয়েক শিক্ষার্থীর মতামতকে সবার মতামত বলে চালিয়ে দেওয়া হয়েছে। স্কুলিং মডেলের উদ্যোগ নেয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। সাত কলেজের প্রেক্ষাপটে এই মডেল অনুপযোগী ও অযৌক্তিক। এই পদ্ধতিতে শিক্ষা সংকোচন হবে। সরকারের আরো ভাবতে হবে এবং স্কুলিং মডেল বাতিল করতে হবে।

এসএইচ/এমআই