images

শিক্ষা

বিজয় দিবস উপলক্ষে শিল্পকলায় নাট্যোৎসব করবে ডাকসু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ এএম

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করবে। 

শনিবার (৬ ডিসেম্বর) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনের নাট্যোৎসব আয়োজন করবে ডাকসু।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলকে অংশগ্রহণে প্রয়োজনীয় তথ্য পাঠানোর আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে নাটকের স্ক্রিপ্ট, নাটকের রচয়িতা, নাটকের নির্দেশকের নাম, নাটকের সময়কাল এবং অংশগ্রহণকারীদের নাম, বিভাগ ও হলের তথ্য পাঠাতে হবে।

এসব তথ্য আগামী ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।

/এএস