images

শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘পোষ্য কোটা বাতিল আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। 

শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। 

তারা জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীও পোষ্য কোটা দিয়ে ভর্তি হোক তা আমরা চাই না।  

অবস্থান কর্মসূচি পালন সময় ‘বাপের জোরে সিট নয়, মেধার জোরে সিট চাই’, ‘পোষ্য কোটা বহাল থাকে ডাকসু কি করে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

এ সময় পোষ্য কোটা বাতিল আন্দোলনের সদস্য মো রাকিব বলেন, আমরা ডাকসু ও সবগুলো হল সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পোষ্য কোটা বাতিলের দাবিতে স্বারকলিপি দিয়েছি কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।  

তিনি আরও বলেন, জনগণের করের টাকায় চলা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বহাল রাখা স্পষ্টতই একটি প্রহসন। 

এমআর/এএস