images

শিক্ষা

রাবি’র ৮ ধাপ অগ্রগতি, ২০ ধাপ অবনতি ঢাবি’র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আট ধাপ এগিয়েছে। মর্যাদাপূর্ণ এই র‍্যাঙ্কিংয়ে রাবি তৃতীয়বারের মতো স্থান লাভ করেছে। এশিয়ার আটটি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বিশ্ববিদ্যালয়টি ৩১২তম স্থান অর্জন করেছে, যা গত বছর ছিল ৩২০তম। দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবির অবস্থান সপ্তম।

র‍্যাঙ্কিং মূল্যায়নকারী এই প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে ৪ নভেম্বর (মঙ্গলবার) এই তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা থেকে জানা যায়, এ বছর কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবস্থান ১৩২তম। গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১১২তম। সে হিসেবে ঢাবি এবার ২০ ধাপ পিছিয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৯তম। অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে ১৬৫তম অবস্থানে।

এছাড়া, তালিকায় থাকা দেশের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‍্যাঙ্কিংগুলোর মধ্যে কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অন্যতম। কিউএস প্রতি বছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‍্যাঙ্কিং প্রকাশ করে। এই র‍্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী, এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার বিচার করেই এই তালিকা প্রস্তুত করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘প্রতি বছরই আমাদের অগ্রগতি হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। তবে আমাদের আরও ভালো করার সুযোগ আছে। সামনের বছরে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করতে চাই। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন সকলকে অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদী।’

প্রতিনিধি/একেবি