images

শিক্ষা

ব্র্যাকে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম

তরুণদের উন্নয়ন খাতে নিয়ে আসার জন্য ছয় মাস মেয়াদি ‘ব্রিজ ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর সুযোগ দিচ্ছে ব্র্যাক। ছয় মাস মেয়াদি এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা

১. বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

২. স্নাতকের শেষ সেমিস্টারে অধ্যয়নরত বা কোর্স সম্পন্ন করে শুধু ইন্টার্নশিপ বাকি এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

৩. সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেসব বিভাগে ইন্টার্নশিপের সুযোগ

অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, কমিউনিকেশনস ও হিউম্যান রিসোর্স ডিভিশনসহ মোট ১৮টি বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

ভবিষ্যৎ সুযোগ

ইন্টার্নশিপ শেষে যোগ্য প্রার্থীদের জন্য ব্র্যাকে চাকরির সম্ভাবনাও রয়েছে। এটি উন্নয়ন খাতে একটি ক্যারিয়ার গঠনের পথ খুলে দিতে পারে।

বিস্তারিত জানতে এবং আবেদনের পদ্ধতি জানতে Bridge Internship এই ওয়েবসাইট ভিজিট করুন।

এএসএল/এফএ