images

শিক্ষা

জবি শিক্ষার্থী নূর নবীকে বাঁচাতে সহায়তার আহ্বান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) ফিন্যান্স বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী অনেক দিন ধরে ‘অস্টিওসারকোমা’ নামের অস্থি ক্যান্সারে ভুগছেন। এসএসসি পরীক্ষার পর তার অস্থিতে ক্যন্সার ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার বাম পা কেটে ফেলা হয়। তবুও তিনি পড়াশুনার হাল ছাড়েননি। অদম্য সাহস ও স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হন। প্রতিদিন সাভার থেকে প্রায় ৫৫ কিলোমিটার পথ অতিক্রম করে সপ্তম সেমিস্টারের পড়াশোনাও সম্পন্ন করেছেন। চিকিৎসকরা দ্রুত তার চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে।

তবে সম্প্রতি চিকিৎসকরা জানান, এখন অস্থি ক্যান্সরটি তার ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি ভারতের সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে Cabozantinib 40mg নামের উচ্চমূল্যের মেডিসিন সেবন করতে বলেন। কিন্তু নূরনবীর পরিবার এই ওষুধের খরচ যোগান দিতে পারছে না। 

নূরনবীর পরিবারের সদস্যরা বলেন, আমরা নূর নবীর চিকিৎসা করাতে গিয়ে আবাদি জমি, গৃহপালিত প্রাণীসহ প্রায় সবকিছু বিক্রি করে দিয়েছি। 

অস্থি ক্যান্সার আক্রান্ত নূর নবী বলেন, মূলত আমার প্রথম চিকিৎসা শুরু হয় ২০১৮ সালে। সেই সময় শুধু অস্থিতে ক্যান্সার হয়েছিলো। এর ফলে দেশেই চিকিৎসা নিয়েছি। কিন্তু পরবর্তী সময়ে শারীরিক অবস্থার আরো অবনতি হলে ভারতে চলে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য। তখন আমার বাম পা টা কেটে ফেলতে হয়। 

নূর নবী বলেন, এখন উচ্চমূল্যের ওষুধ সেবন করতে হয়। কিন্তু আমার পরিবারও আর্থিকভাবে অসচ্ছল। কীভাবে যে ওষুধের খরচ যোগান করব তাও বুঝতে পারছি না। সবার কাছে দোয়া ও সাহায্যের আবেদন রইল। 

চিকিৎসার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে নূর নবী বলেন, সামনে আমাকে আবার উচ্চমাত্রার কেমোথেরাপি নেওয়ার প্রয়োজন। ডাক্তাররা বলেছেন সামনের ডিসেম্বর মাসের মধ্যেই  চিকিৎসার পরবর্তী ধাপ শুরু করতে হবে। তখন প্রায় চার থেকে আট সাইকেল কেমোথেরাপি দিতে হতে পারে। একটি কেমোথেরাপির খরচই প্রায় এক লাখ টাকা। এর সঙ্গে থাকার জায়গা, বাসা, যাতায়াত ও অন্যান্য চিকিৎসা খরচ মিলিয়ে ব্যয় আরও অনেক বৃদ্ধি পায়।

নূর নবী বলেন,  মানুষ মানুষের জন্য। আপনাদের সবার কাছে আর্থিক সংকট নিরসনের জন্য সাহায্য চাচ্ছি, যাতে করে সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারি। আপনারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বিকাশ অথবা নগদ ০১৭৯২৮২৩৬৫৪ (পারসোনাল) এই নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন। অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড, সাভার শাখা, একাউন্ট নাম: মির নূর নবী; একাউন্ট নাম্বার ০২০০০১৮৬২৮৬৮৪।

পারিবারিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নূর নবী বলেন, আমার বাবা পেশায় ছিলেন হাইস্কুল শিক্ষক, এখন অবসরে আছেন।  আমার চিকিৎসার জন্য পরিবার সবকিছু বিক্রি করেছে, এমনকি এখন অনেক ঋণও হয়েছে। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলী জানান, তিন থেকে চার দিন আগে আমাদের বিভাগের একাডেমিক কমিটির মিটিংয়ে দুজন ছাত্রের বিষয়ে আলোচনা হয়। একজন মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া ১০ম ব্যাচের ছাত্র এবং অন্যজন অস্থি ক্যান্সারে আক্রান্ত নূর নবী। বিভাগীয় আপতকালীন ফান্ড থেকে ১৫তম ব্যাচের ছাত্র নূর নবীর জন্য ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া বিভাগের প্রায় ১৬ জন শিক্ষক প্রত্যেকে তিন হাজার টাকা করে দিচ্ছেন। 

অধ্যাপক বায়েজিদ বলেন, নূর নবী আমাদের জন্য অনুপ্রেরণা। বাধা-বিপত্তি পেরিয়ে তিনি নিয়িমিত ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং ভালো ফলাফলও করেছেন।  আমার বিভাগ থেকে চেষ্টা করেছি তার পাশে দাঁড়ানোর। কিন্তু এখন চিকিৎসার ব্যায় অনেক বেশি হওয়ায় সমাজের বৃহত্তর অংশের সহায়তা প্রয়োজন।  

ক.ম/