নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম
শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাকসুর ফলাফল নিয়ে নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।
জাহিন বিশ্বাস এষা বলেন, সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয় আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব।
তিনি আরও বলেন, দোয়া রাখবেন আমার জন্য। অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।
জাহিন বিশ্বাস এষা বলেন, শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত।
৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে এষা ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৫ হাজার ৯৫১ ভোট পেয়েছেন। এই পদে ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ছাত্রশিবিরের প্রার্থী এস এম সালমান সাব্বির।
এসএইচ/ এফএ