images

শিক্ষা

শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিরাপদ ক্যাম্পাস, অংশগ্রহণমূলক ভোট এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটকে ঘিরে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।

তিনি আরও জানান, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই রাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এটি শুধু ভোট নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং দায়িত্ববোধ গঠনের একটি সুযোগ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। আমরা আশা করি সংবাদকর্মীরা ইতিবাচক ও নিরপেক্ষভাবে কাজ করবেন।

নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ। মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় রাকসুর ২৩ পদে ৩০৫ জন, সিনেটের ৫ পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫ পদে ৫৫৫ জন প্রার্থী লড়াই করছেন।

ভোটগ্রহণ হবে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে। ভোট পরিচালনায় থাকবেন ২১২ জন শিক্ষক। এর মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার এবং বাকি সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ৯১ জন পোলিং অফিসার দায়িত্বে থাকবেন।

নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব। সব ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।

নির্বাচনের ফলাফল দ্রুত ও সঠিকভাবে ঘোষণা করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি ফল গণনা কমিটি গঠন করা হয়েছে।

প্রফেসর ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা চাই শিক্ষার্থীরা দায়িত্বশীলভাবে আচরণ করবে, নিয়ম মেনে চলবে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করবে। সবাই সহযোগিতা করলে রাকসু নির্বাচন একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এএইচ/এইউ