images

শিক্ষা

পরিবর্তন করা হলো জাকসুর ভোট গণনা পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন এসেছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর মেশিনে স্ক্যানিংয়ের মাধ্যমে ভোট গণনার পরিকল্পনা থাকলেও, এখন তা বাতিল করা হয়েছে। এর বদলে হাতে গণনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে বিতর্ক উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকেই জাকসুতে এবার সব ভোট হাতে গোনা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে মেশিনে ভোট গণনার বিরোধিতা করে আনুষ্ঠানিক আবেদন করা হয়। এরপর বিষয়টি বিবেচনায় নেয় কমিশন। ফলে ওএমআর মেশিন বাদ দিয়ে কাগজভিত্তিক ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত হয়।

তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রশিবির। সংগঠনটির অভিযোগ, ছাত্রদলকে সুবিধা দিতেই এই পরিবর্তন আনা হয়েছে। শিবির-সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব দাবি করেছেন, শুধু হাতে গণনা করলে স্বচ্ছতা নিশ্চিত নাও হতে পারে। তাই দুই পদ্ধতিতেই ভোট গণনার দাবি জানান তিনি।

এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। মোট আটটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বামপন্থী, ছাত্রশিবির, ছাত্রদল এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থিত প্যানেল।

ভোটগ্রহণ হবে বিশ্ববিদ্যালয়ের ২১টি ভোটকেন্দ্রে। এর মধ্যে ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হল। এসব কেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

এইউ