images

শিক্ষা

শেখ মুজিব হলে সাদিক কায়েম ৮৪২, শামীম ৬৮৪, আবিদ ২৩৮

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শেখ মুজিবুর রহমান হলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৪২।

এছাড়া স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা ৬৯, ছাত্রদলের আবিদুল ইসলাম ২৩৮, বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্যানেলের আবদুল কাদের ৬৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৬৮৪ ভোট।

এই হলে ডাকসুর জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ৬ও৩ ভোট পেয়েছেন। এছাড়া ছাত্রদলের তানভীর বারী হামীম ৩০৭ ও বাম দলের মেঘমল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের কাছাকাছি ভোটাধিকার প্রয়োগ করেন শিক্ষার্থীরা।

নির্বাচনে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বামদলসহ বিভিন্ন স্বতন্ত্র প্যানেল ছিল। তাদের বড় অংশেরই ভরাডুবি হয়েছে। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

এসএইচ/জেবি