images

শিক্ষা

অমর একুশে হলে সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ১৪১ ভোট

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এর মধ্যে অমর একুশে হলের পাওয়া গেছে। এ কেন্দ্রে ভোট দিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঘোষিত ফলাফল শিবির প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট এবং ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট। সাদিক কায়েম বিপুল ব্যবধানে এই হলে বিজয়ী হয়েছেন। 

এছাড়া এই হলে ভিপি পদে আব্দুল কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, বিন ইয়ামিন মোল্লা ০১, শামীম হোসেন ১০১, তাসনিম আফরোজ ইমি শূন্য ভোট পেয়েছেন।

এছাড়াও জিএস পদে ফরহাদ ৪৬৬, বাকের ১৮৭, হামিম ১৮০ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির প্যানেলের মহিউদ্দিন ৫২১, মায়েদ ১৪১, মুসাদ্দির ১০১ ভোট পেয়েছেন।

DD

ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে দেওয়ার কথা থাকলেও রাত ২টায়ও সেই ফল ঘোষণা করা হয়নি। কয়েক ঘণ্টা ধরে হাজার হাজার উৎসুক জনতা এবং গোটা দেশবাসী অপেক্ষায় থাকলেও ফলাফল জানতে না পেরে তারা ক্ষোভ প্রকাশ করছেন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

জেবি