images

শিক্ষা

কখন জানা যাবে ডাকসু নির্বাচনের ফলাফল?

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। বর্তমানে চলছে ভোট গণনার কাজ। রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ হবে বলে জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

যেভাবে ভোট গণনা হচ্ছে
প্রতিনিধি নির্বাচনে ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে রায় দিয়েছেন শিক্ষার্থীরা। ১৪টি মেশিনে এসব ব্যালট গোনা হচ্ছে। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় পাঁচ হাজার, কোনোটির আট হাজার পাতা। 

মেশিনে গণনার সঙ্গে মিল আছে কি না, তা পরখ করে দেখেন উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের এজেন্টরা। এরপর পুরোদমে ভোট গণনা চলে।  

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

এএসএল/ক.ম