নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমে জীবনের প্রথম দিয়েছেন ডাকসুর আলোচিত সদস্য পদপ্রার্থী উম্মা উসওয়াতুন রাফিয়া।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোট দেওয়ার ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
এসময় জানতে চাইলে রাফিয়া বলেন, এটি আমার জীবনের প্রথম ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেরই জীবনের প্রথম ভোট এটি। আজকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং আমেজ রয়েছে। পরিবেশ দেখে খুবই ভালো লাগছে।
তিনি বলেন, একটু সমস্যা হেঁটে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যেখানে যাই, সেখানে হেঁটে যেতে হচ্ছে। আজকের দিনটা যাতায়াতে কষ্ট হচ্ছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য এটি গুরুত্বপূর্ণ।

রাফিয়া বলেন, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। নিজেদের মতামত ব্যক্ত করতে পারছি। ডাকসু প্রতিবছর হওয়ার কথা কিন্তু হয় না। অনলাইনে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছে, তবে বড় ধরনের ঝামেলা ছাড়াই ভোট অনুষ্ঠিত হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হয়েছে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোট ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন।
এসএইচ/এএইচ