নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট প্রয়োগ করার সময় প্রার্থীদের নানা গুণাবলি ও দক্ষতার কথা চিন্তা করেন এবং ভোট দেন।
এরমধ্যে কেউ কেউ অনুপ্রাণিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাবেন না’ কথায়।
কেউ কেউ ভোটও দিয়েছেন আবিদের এই কথায় আকৃষ্ট হয়ে। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আহমদ মারুফ।

জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘চাঁনখারপুলে আবিদুল ইসলাম খান যখন বলেছিল, ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না’, তখন কেউ কাউকে ছেড়ে যায়নি। আমি আবিদের এই কথায় অনুপ্রাণিত হয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছিল তার কথাটা। তখন আবেগতাড়িত হয়েছিলাম। যার কারণে আমি আবিদকে ভোট দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসী নেতৃত্ব চায়, আবিদ বিগত সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে লড়াই সংগ্রাম করেছেন। তিনি শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে পারবেন এবং কাজ করার মতো শক্তি তার রয়েছে। একইসঙ্গে তিনি ভিন্নমত সহিষ্ণু।’
আরেক শিক্ষার্থী আরাফাত আকাশ ঢাকা মেইলকে বলেন, ‘ডাকসুতে ভোট দিতে পারা সৌভাগ্যের ব্যাপার। প্রতিবছর ডাকসু হওয়ার কথা, কিন্তু হয় না। আমি ভোট দিতে পেরে খুবই আশাবাদী এবং গর্বিত। আরও বেশি গর্বিত বাংলাদেশপন্থীদেরকে ভোট দিতে পেরেছি।’
এসএইচ/এএইচ