images

শিক্ষা

উৎসুক জনতার ভিড় বাড়ছে ঢাবির প্রবেশ মুখগুলোতে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা। তবে এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, নীলক্ষেত, চানখারপুল এবং শাহবাগ এলাকায় সকাল থেকে অসংখ্য লোককে অবস্থান নিতে দেখা যায়। তবে অনেকেই অভিযোগ করছেন,  বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন তাদের সমাগম বাড়াচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ আবাসিক এলাকায় বিপুলসংখ্যক লোকজন অবস্থান করছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে সরে তাদের যেতে নির্দেশ দেয়। পুলিশের হস্তক্ষেপে তারা স্থান ত্যাগ করলেও কিছুক্ষণ পর তাদের আবার নীলক্ষেত মোড় ও আশপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করতে দেখা যায়।

শাহবাগ এলাকায় অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা মেডিকেল, শাহবাগ মোড়, আর্ট কলেজ, জাতীয় জাদুঘরের আশপাশে কিছু দলকে ঘোরাফেরা করতে দেখা যায়। অনেকে আবার রাস্তার পাশে দাঁড়িয়ে, কাউকে একই জায়গায় বারবার পায়চারি করতে দেখা গেছে।

DU2

একই ধরনের চিত্র দেখা গেছে ঢাবির পাশের চানখারপুল এলাকাতেও। সকালের পর থেকে সেখানেও লোকজনের ভিড় বাড়তে শুরু করে। প্রতিনিধি কয়েকজনের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় গোপন রাখার চেষ্টা করে এবং সাংবাদিক পরিচয় শুনেই সটকে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, এরকম অস্বাভাবিক ভিড় আগে তারা দেখেননি। ডাকসু উপলক্ষে এমন ভিড় হতে পারে বলে তাদের ধারণা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ক্যাম্পাসে এমন ধরনের সমাগম সাধারণত নির্বাচনি সময় বা বড় কোনো আন্দোলনের প্রাক্কালে দেখা যায়। যদিও এখনো স্পষ্টভাবে কিছু জানা না গেলেও পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

টিএই/জেবি