images

শিক্ষা

ডাকসু নির্বাচন: কেন্দ্রগুলোতে অনিয়মের হিড়িক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম

বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলছে পুরোদমে। তবে এরই মধ্যে কেন্দ্রগুলোতে চলছে বাঁধভাঙা অনিয়ম, হচ্ছে আচরণবিধি লঙ্ঘন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এমনকি তাদের সঙ্গীরা ভোটারদের হাতে নিজেদের লিফলেট বিতরণ করছে। এছাড়াও, ইউল্যাব কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের ঢোকার পরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের বিজয় একাত্তর হলের ভোটকেন্দ্রে এক পোলিং এজেন্টের বিরুদ্ধে ছাত্রদলের পক্ষে শিক্ষার্থীদের প্ররোচিত করার ঘটনা ঘটে।

এতসব ঘটনায় নির্বাচন কমিশনকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আইএসএস/এফএ